নেত্রকোণায় বাউল সাধক আব্দুল মজিদকে স্মরণ

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ , জানুয়ারি ৫, ২০২১

বাউল সাধক আব্দুল মজিদ তালুকদারের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোণা আব্দুল মজিদ তালুকদার শিল্পী গোষ্ঠী মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনাসভা ও লোকসঙ্গীতানুষ্ঠানের আযোজন করে।

মঙ্গলবার (৫ জানুয়ারী) নেত্রকোণা উদীচী কার্যালয় নেত্রকোণা, আজহর রোডে সন্ধ্যা ৬ টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাউল সাধক আব্দুল মজিদ তালুকদারের কর্ম ও জীবন এর উপর প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যক্ষ গোলাম মোস্তাফা।

উদীচী নেত্রকোণা এর সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে সঞ্জয় সরকারের সঞ্চালনায় আলোচানায় অংশগ্রহন করেন, অধ্যাপক ননী গোপাল সরকার, আবুল বাসার তালুকদার, অসিত ঘোষ, রাতুল বিশ্বাস প্রমুখ।

পরে এক বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিল্পিবৃন্দ লোক সঙ্গীত পরিবেশণ করেন।

Loading