শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রেষণে দায়িত্বরত রেজিস্টারের অব্যাহতি

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ , জানুয়ারি ৫, ২০২১

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (প্রেষণে) কাজী নাসির উদ্দিনকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. রফিকুল্লাহ খান অব্যাহতির খবর নিশ্চিত করে বলেন, গত ৩ জানুয়ারি রবিবার থেকেই তাকে অব্যাহতি দেয়া হয়েছে।  তিনি আরও জানান রেজিস্টার নাসির উদ্দিনের বিরোদ্ধে নানা অনিয়মের অভিযোগ রযেছে। কর্তব্যে অবহেলা, ইউজিসি ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে দাযিত্বপ্রাপ্ত লোকজনের সাথে অসৌজন্যমূলক আচরণ  যা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকে ব্যাহত করছে।

এসকল অনিয়মের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গ্রহন করে। আরও জানা যায় রেজিস্টার নাসির উদ্দিন মূলত প্রেষণে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের দায়িত্ব পালন করে আসছিলেন।

ভিসি আরও জানান এর ফলে ইউনিভার্সিটিতে কাজের গতি বেড়ে যাবে। নুতন দায়িত্বপ্রাপ্ত রেজিস্টার ভার্সিটির শিক্ষকসহ সকলের সাথে মিলেমিশে কাজ করবেন।

Loading