নেত্রকোণা জেলা ছাত্রলীগের ১৯৭০-৭১ সনের সদস্যদের পূনর্মিলনী সুস্থির সরকার সুস্থির সরকার বিভাগীয় প্রধান ময়মনসিংহ প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ , ডিসেম্বর ৩১, ২০২০ বাংলাদেশ ছাত্রলীগ ১৯৭০-৭১ সনের নেত্রকোণা জেলা শাখার সদস্যদের পূনর্মিলনী অুনষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় নেত্রকোণা শহরের মধুমাছি কচিকাঁচা বিদ্যানিকেতনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। যাদের প্রত্যেকেরই বয়স সত্তোরোর্ধ। উপস্থিত অধিকাংশই বীর মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধের সংগঠক। ব্যতিক্রমী এ আয়োজনে তারুন্যদীপ্ত ছাত্রলীগের এই প্রবীণ সদস্যরা পরস্পর কুশল বিনিময় করতে পেরে খুবই আনন্দিত হয়েছেন। স্মৃতিচারণ করেছেন মুক্তিযুদ্ধকালীন সময়ের। জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। তাদের কর্মসূচীতে রয়েছে মধ্যাহ্ন ভোজন, মুক্ত আলোচনা, উপস্থিত সকলের সাথে আড্ডা, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি। বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, প্রতিমন্ত্রী, সমাজকল্যান মন্ত্রণালয়, মতিয়র রহমান খান, আওয়ামীলীগ সভাপতি নেত্রকোণা জেলা শাখা, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাদল মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, আব্দুল ওয়াহেদ, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা সুবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমুখ। শেয়ার G$R নিউজের নিচে সারা দেশ বিষয়: