মিরসরাইয়ে ২৩ কোটি টাকার ৪৫ প্রকল্পের উদ্বোধন

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ , ডিসেম্বর ২৩, ২০২০

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভায় মোট ২৩ কোটি টাকা ব্যয়ে ৪৫টি উন্নয়ন প্রকেল্পর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে দুই পৌরসভায় ওইসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

এসময় মিরসরাই পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন এবং বারইয়ারহাট পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিন নিজ নিজ পৌরসভার এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মিরসরাই পৌরসভায় সাড়ে ১৬ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকেল্পর মধ্যে রয়েছে- ৯৫ লাখ ৫০ হাজার ২৯৩.৫২ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা শফিউল আলম সড়কটি আর.সি.সি দ্বারা উন্নয়ন, ৪৬ লাখ ১৬ হাজার ৫৬৮.৯১ টাকা ব্যয়ে মুকিম ভূঞা সড়ক উন্নয়ন, ৮৫ লাখ ৪৪ হাজার ৮৬৪.১৪ টাকা ব্যয়ে বশির উল্ল্যা মুন্সী সড়ক উন্নয়ন, ১ কোটি ১০ লাখ ৩৩ হাজার ৪৯.১৪ টাকা ব্যয়ে বকসি জমাদার সড়ক উন্নয়ন, ১ কোটি ৩২ লাখ ৩৫৮ হাজার ৪৩.৩৫ টাকা ব্যয়ে রাম মন্ডল সড়ক (কালা মিয়ার দোকান হইতে মাও: আব্দুল লতিফ সড়ক পর্যন্ত) উন্নয়ন, ৪ কোটি ৩৩ লাখ ১৮ হাজার ৫৫২.১৪ টাকা ব্যয়ে চাঁদপুর গোভনীয়া সড়ক উন্নয়ন, ৫১ লাখ ১৩ হাজার ৮১৬.৬৩ টাকা ব্যয়ে মিরসরাই পৌর সম্প্রসারিত ভবন, ৫ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৯৫৫.৬০ টাকা ব্যয়ে মিরসরাই পৌর কিচেন মার্কেট নির্মাণ, ৫১ লাখ ১৪ হাজার ১৬ টাকা ব্যয়ে হাজী রুহুল আমিন সড়ক আর.সি.সি দ্বারা উন্নয়ন, ৯০ লাখ ৪৫ হাজার ৮৫৬.৯৯ টাকা ব্যয়ে মিরসরাই পৌর এলাকায় ৫টি পাবলিক টয়লেট, ১৫টি কমিউনিটি ল্যাট্রিন ও ১৪টি কমিউনাল বিন নির্মাণ করার কাজ। সর্বমোট উন্নয়ন ব্যয় ১৬ কোটি ৪৯ লাখ ৭৮ হাজার ৮১৬ টাকা।

অন্যদিকে, বারইয়ারহাট পৌরসভার উন্নয়ন প্রকল্পগুলো হলো- ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৬৪৯ টাকা ব্যয়ে জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলার জন্য বারইয়ারহাট পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নের জন্য (পুরাতন ট্রাংক রোডের পূর্বপাশে) আর.সি.সি ড্রেন নির্মাণ, ৯ লাখ ২৬ হাজার ৯৫৯ টাকা ব্যয়ে পৌরসভাধীন আবরার মসজিদের সামনে বাগান নির্মাণ, ৪৮ লাখ ৯৪ হাজার ১৩৬ টাকা ব্যয়ে শান্তিরহাট সড়কের পাশে আফসারের বাড়ী হতে মহিউদ্দিন বাবুল মিয়ার বাড়ী পর্যন্ত ড্রেন নির্মাণ, ২৪ লাখ ২৭ হাজার ৮৪০ টাকা ব্যয়ে ১নং ওয়ার্ডস্থ আবুল বশর মিয়াজী সড়ক ডেন্জ কার্পেটিং দ্বারা পুনঃনির্মাণ, ২১ লাখ ৮২ হাজার ৯৩৫ টাকা ব্যয়ে ১নং ওয়ার্ডস্থ উত্তর সোনা পাহাড় জামে মসজিদ সড়ক আরসিসি দ্বারা পুনঃনির্মাণ, ১৫ লাখ ৪০ হাজার ৬৮০ টাকা ব্যয়ে ২নং ওয়ার্ডস্থ শেখ আহাম্মদ বাড়ী সড়ক আরসিসি দ্বারা পুনঃনির্মাণ, ১৪ লাখ ৪ হাজার ৩৪৭ টাকা ব্যয়ে ২নং ওয়ার্ডস্থ সুলতান আহাম্মেদ ফরাজী সড়ক আরসিসি দ্বারা পুনঃনির্মাণ, ১২ লাখ ২২ হাজার ৯৪৫ টাকা ব্যয়ে ৩নং ওয়ার্ডস্থ আবুল কাশেম মিয়ার বাড়ীর সড়ক আরসিসি দ্বারা পুনঃনির্মাণ, ১৬ লাখ ৪০ হাজার ৪৯ টাকা ব্যয়ে ৩নং ওয়ার্ডস্থ আবুল কালাম ভান্ডারী বাড়ীর সড়ক আরসিসি দ্বারা পুনঃনির্মাণ, ২১ লাখ ৫ হাজার ৫৯৫ টাকা ব্যয়ে ৪নং ওয়ার্ডস্থ আলী হায়দার বাড়ীর সড়ক আরসিসি দ্বারা পুনঃনির্মাণ, ২ লাখ ৬৮ হাজার ৯৩৭ টাকা ব্যয়ে ৫নং ওয়ার্ডস্থ ডাঃ আহাম্মদ ছোবহান বাড়ীর সড়ক আরসিসি দ্বারা পুনঃনির্মাণ, ১৩ লাখ ৮১ হাজার ৩৪ টাকা ব্যয়ে ৫নং ওয়ার্ডস্থ ফারুক বাবুল মিয়ার বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা পুনঃনির্মাণ, ১৪ লাখ ৭২ হাজার ৪৪ টাকা ব্যয়ে ৫নং ওয়ার্ডস্থ নাফিত বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা পুনঃনির্মাণ, ৯ লাখ ৮৫ হাজার ৫৩ টাকা ব্যয়ে ৫নং ওয়ার্ডস্থ রামলোচন মহাজন বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা পুনঃনির্মাণ, ৫ লাখ ৬৭ হাজার ৩০৮ টাকা ব্যয়ে ৫নং ওয়ার্ডস্থ ইব্রাহিম সওদাগর বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা উন্নয়ন, ৬ লাখ ২৮ হাজার ৯৫১ টাকা ব্যয়ে ৬নং ওয়ার্ডস্থ ওবায়দুল হক মেস্ত্রীর বাড়ীর সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন, ৬ লাখ ২৮ হাজার ৫৪ টাকা ব্যয়ে খন্দকার বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা পুনঃনির্মাণ, ৮ লাখ ৮২ হাজার ৫০৯ টাকা ব্যয়ে ৬নং ওয়ার্ডস্থ কবির আহাম্মদ মিয়াজী বাড়ী রাস্তা আরসিসি দ্বারা পুনঃনির্মাণ, ৭ লাখ ৮৮ হাজার ৩৭১ টাকা ব্যয়ে ৭নং ওয়ার্ডস্থ সামছুল হক মিয়াজী বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা পুনঃনির্মাণ, ৬ লাখ ৯৪ হাজার ১৪১ টাকা ব্যয়ে ৭নং ওয়ার্ডস্থ ভোলা মিয়ার বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা পুনঃনির্মাণ, ১০ লাখ ৪৫ হাজার ৩৪৭ টাকা ব্যয়ে ৮নং ওয়ার্ডস্থ কেরানী বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা পুনঃনির্মাণ, ২২ লাখ ৫ হাজার ৭৩৬ টাকা ব্যয়ে ৮নং ওয়ার্ডস্থ আজি মহাজন বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা পুনঃনির্মাণ, ১৫ লাখ ৯৯ হাজার ৩০৫ টাকা ব্যয়ে ৯নং ওয়ার্ডস্থ হাজী নূর হোসেন মিয়ার বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা পুনঃনির্মাণ, ১১ লাখ ১৪ হাজার ৬০৬ টাকা ব্যয়ে ৩নং ওয়ার্ডস্থ সারেং বাড়ীর সড়ক আরসিসি দ্বারা পুনঃনির্মাণ, ৯ লাখ ৯১ হাজার ৭৪৩ টাকা ব্যয়ে ৯নং ওয়ার্ডস্থ জামশেদ আলমের বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা পুনঃনির্মাণ, ৪৯ লাখ ৮ হাজার ৪৩৩ টাকা ব্যয়ে ৮ ও ৯নং ওয়ার্ডস্থ আজিজ উল্ল্যাহ রোড হতে মহাজনহাট স্কুল এন্ড কলেজ রোড পর্যন্ত সংযোগ রোড ডেন্জ কার্পেটিং দ্বারা পুনঃনির্মাণ, ১২ লাখ ৭২ হাজার ৯০০ টাকা ব্যয়ে ৯নং ওয়ার্ডস্থ শেখ কলিম উদ্দিন কারী সাহেবের বাড়ীর মসজিদের পুকুরের প্যালাসাইডিং ওয়াল, ড্রেন, ও রাস্তা পুনঃনির্মাণ, ৮ লাখ ৯৪ হাজার ৭৩৩ টাকা ব্যয়ে ৬নং ওয়ার্ডস্থ এছাক মেস্ত্রী বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা পুনঃনির্মাণ, ১৭ লাখ ৯২ হাজার ২৭০ টাকা ব্যয়ে ৯নং ওয়ার্ডস্থ জামালপুর হাফেজুল উলুম মাদ্রাসার প্ল্যাট ফরম আরসিসি দ্বারা উন্নয়ন, ৬ লাখ ১১ হাজার ৭৮২ টাকা ব্যয়ে ৫নং ওয়ার্ডস্থ ভোলানাথ শর্মা রোড বি.এসএস দ্বারা উন্নয়ন, ৬ লাখ ৯০ হাজার ৮৫৫ টাকা ব্যয়ে ৭নং ওয়ার্ডস্থ আক্তারুজ্জামান বাড়ীর রাস্তা আরসিসি দ্বারা উন্নয়ন, ৭ লাখ ৭৯ হাজার ৫০ টাকা ব্যয়ে ২নং ওয়ার্ডস্থ ফরাজী বাড়ী রোড কার্পেটিং দ্বারা পুনঃনির্মাণ, ২ লাখ ২৬ হাজার ৩৫৬ টাকা ব্যয়ে ৭নং ওয়ার্ডস্থ আবদুল কুদ্দুস, জিন্নাত আলী ভূঁইয়া ও হাসান আলী মিয়াজী বাড়ীর রাস্তা বিএফএস দ্বারা উন্নয়ন, ৮ লাখ ৯৩ হাজার ২২৬ টাকা ব্যয়ে ২নং ওয়ার্ডস্থ জোরারগঞ্জ থানা রোড হতে মাঈন উদ্দিন পেট্রোল পাম্প পর্যন্ত বিএসএস কাজ এবং ৯ লাখ ৬ হাজার ৩০৮ টাকা ব্যয়ে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের গেইট নির্মাণ। সর্বমোট ৬ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার ১৮৭ টাকার উন্নয়ন প্রকল্প।

এসব প্রকল্প উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন- সারাদেশের মধ্যে একমাত্র মিরসরাই উপজেলাতেই দু’টি পৌরসভা আছে। মিরসরাইয়ের উন্নয়নের স্বার্থে আমি পৌরসভাগুলো প্রতিষ্ঠা করেছি। বর্তমান সরকারের সময়ে সারা দেশের ন্যায় মিরসরাইতেও ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ হয়েছে। পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

সাংসদ আরও বলেন- আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, মন্দির সব জায়গায় উন্নয়ন করে। বিএনপি সরকারি জায়গা দখল করে, লুটপাট করে। তারা অবৈধ ভাবে সরকারি জায়গা দখল করে উপজেলাতে অফিস করেছিলো। মেয়র মো. গিয়াস উদ্দিনের পরিষদ সে অবৈধ ভবন ভেঙ্গে পৌরসভার দখলে নিয়ে এসেছে। যার সুবিধা পৌরবাসী ভোগ করছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, উপজেলা প্রকৌশলী মো. কামরুজ্জামান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূঁইয়াসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর কর্মকর্তাগণ।

Loading