চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আজ সবুজ আন্দোলনের নেতাকর্মীর পুষ্পার্ঘ্য অর্পণ

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ , ডিসেম্বর ১৬, ২০২০

চট্টগ্রাম প্রতিনিধি: আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এবছর বাংলাদেশী জনগণের জন্য বিজয় দিবস অত্যন্ত তাৎপর্য। জাতি আজ ৫০ বছরে পদার্পণ করেছে। পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আহবায়ক কাজী হুমায়ুন কবির। সদস্য সচিব সুলতান আয়েশা , যুগ্ম আহবায়ক সোনিয়া আজাদ, যুগ্ম আহ্বায়ক নুরুল কবির, উৎপল আজীজ, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, জেলা কমিটির সদস্য আব্দুল কাদের, দক্ষিণ জেলার সমন্বয় কারী কাইছার ইকবাল সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় কাজী হুমায়ুন কবির তার অনুভূতি ব্যক্ত করেন। তিনি বলেন সবুজ আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি সংগঠন। আজ এই মহান বিজয় দিবসে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা আজকে শপথ গ্রহণ করি পরিবেশ ও জলবায়ু বিপর্যয় রোধ না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। প্রত্যেকে যার যার অবস্থান থেকে আসুন সবুজ আন্দোলনে যোগ দিয়ে জনসচেতনতা তৈরি করতে ভূমিকা রাখি।

Loading