ভাস্কর্য ভাঙার হুমকির প্রতিবাদে স্বেচ্ছা সেবকলীগের প্রতিবাদ সভা ও মিছিল

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ , ডিসেম্বর ৫, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার হুমকি এবং দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টার প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগরীর আওতাধীন ওয়ার্ড সমুহের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ মিছিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জাবেদুল আযম মাসুদ এর নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে নগরীর ষোলশহর শপিং কপ্লেক্সের সামনে সমাবেশ শেষে প্রতিবাদ মিছিলটি নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মুরাদপুর চত্ত্বরে এসে শেষ হয়।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা জাবেদুল আযম মাসুদ বলেন, বাংলাদেশে পাকিস্তানি দোসরা এখনও ঘুরে বেড়াচ্ছে। একাত্তরের পরাজিত শক্তিরা সব সময় বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তান বানানোর চেষ্টায় লিপ্ত। মুক্তিযুদ্ধের চেতনার সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হয়ে ওই সব পরাজিত শক্তির বিরুদ্ধে সজাগ ও মাঠে থাকার আহবান জানান তিনি সকলকে।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন নগর স্বেচ্ছা সেবকলীগ নেতা জাকারুল হাসান মিঠু, জাহেদুল আলম, নাসিরউদ্দিন, সোলেমান খান নয়ন, পারভেজ হোসেন, মোহাম্মদ ইসহাক, মানিক, নাজিম আহমেদ, নুরুল আলম, শহীদুল আলম রিংকু, দেলোয়ার হোসেন, রুমন করিম, মোজাম্মেল হক, সামীর সালাউদ্দিন, মোঃ জাবেদ, মোঃ ইকবাল হোসেন, মোঃ হোসেন, শহীদুল আলম টিপু, সাইফুদ্দিন শান্ত, সত্যজিত ঘোষ মিঠু, দিদারুল আলম, আবদুল্লাহ আল জাহেদ, শাহাদাতুল ইসলাম বাপ্পি, হায়দার আহমেদ, মোঃ সাদ্দাম হোসেন, মাহবুবুর রহমান দুর্জয়, শাহেদ শাকিল, আবুল কালাম আজাদ, আশেক আহমেদ রাব্বি, মোঃ শাহীন প্রমুখ।

Loading