ফেনীতে আওয়ামী লীগের ১৪ নেতাকে অপহরণের অভিযোগ

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ , ডিসেম্বর ৪, ২০২০

আসন্ন সোনাগাজী পৌরসভার নির্বাচনে অা’লীগ মনোনীত মেয়র প্রার্থী বাছাইয়ের লক্ষে তৃনমূল যাচাই ভোটের ঘোষনা দিয়েছে ফেনী’ জেলা আওয়ামীলীগ। গত বুধবার ও বৃহষ্পতিবার ফরম বিক্রি করে জেলা অা’লীগের মনোনয়ন বোর্ড। পুর্ব নির্ধারিত ঘোষনা অনুযায়ী আজ শুক্রবার তৃনমুলের ভোট গ্রহন হওয়ার কথা রয়েছে ।

ইতিমধ্যে বর্তমান মেয়র এড. রফিকুল ইসলাম খোকন ও ৬ অা’লীগ নেতা মনোনয়ন সংগ্রহ করেছেন। তারা হলেন পৌর অা’লীগের সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারি, সহ সভাপতি মঞ্জুরুল হক এপোলো, নুর আলম মিস্টার, সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুর নবী লিটন, জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিন ভুঞা- আরিফ, কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা শরীয়ত উল্লাহ রনি।

জানা যায়, বৃহষ্পতিবার রাতে মেয়র রফিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে জেলা আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন অপর ৬ প্রার্থী।

অভিযোগ সুত্রে জানা যায়, উক্ত তৃনমুল যাচাই ভোটের ভোটার সোনাগাজী পৌরসভাস্থ ওয়ার্ড আ’লীগের ১৪ জন সভাপতি- সম্পাদককে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছেন মেয়র খোকন ও তার সহযোগিরা।

অভিযোগকারী ও মনোনয়ন প্রত্যাশি নুর নবী লিটন ও নাছির উদ্দিন ভুঞা- আরিফ জানান, গত সাড়ে ৪ বছর তৃনমুল নেতাকর্মীদের অবমুল্যায়ন, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা -হামলা, চাপিয়ে দেয়া অতিরিক্ত করের বোঝা, ঘর নির্মানে অতিরিক্ত চাঁদা আদায় সহ অসংখ্য অভিযোগে তৃনমুল নেতারা প্রকাশ্যে মেয়র খোকনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এছাড়া পৌর তহবিলকে ব্যাক্তিগত বানিয়ে শতকোটি টাকার সম্পত্তির মালিক মেয়র খোকনের জনপ্রিয়তা এখন শুন্যের কোটায়।

এ জন্যই সে জেলা আওয়ামীলীগের তৃনমুল যাচাই ভোটকে প্রভাবিত করতে ভোটের অাগের দিন ১৪জন ভোটারকে গুম করেছে। কোন মনোনয়ন প্রত্যাশি ভোটারদের সাথে যোগাযোগ করতে পারছেন না।

এ ব্যপারে ফেনী জেলা আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সদস্য সচিব শহীদ খোন্দকার বলেন, তৃনমুল কর্মীদের সাথে এমন অাচরন কোনভাবে গ্রহনযোগ্য নয়। জেলা অা’লীগের সাধারন সম্পাদক- নিজাম হাজারী এমপিকে অভিযোগের বিষয়টি অবহিত করা হয়েছে। মনোনয়ন প্রত্যাশিদের অভিযোগটি তদন্ত করা হচ্ছে।

Loading