শরীয়তপুর বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ , ডিসেম্বর ১, ২০২০

শরীয়তপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন নেতার ছবি সম্বলিত ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে দুর্বৃত্তদের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

এ ঘটনায় পালং মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে শরীয়তপুর পৌরসভার কাউন্সিলর প্রার্থী আজাদ বেপারী বলেন, একটি কুচক্রীমহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাতে আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা ইকবাল হোসেন অপু, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুর রব মুন্সী এবং শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারীর ছবি সম্বলিত আমার ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলেছে। আমি পালং মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এ ঘটনায় জড়িতের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading