রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা নুরুল আমিন চৌধুরীর দাফন সম্পন্ন

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ , নভেম্বর ৩০, ২০২০

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা নুরুল আমিন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার এটিএম নুরুল আমিন চৌধুরী গতকাল রবিবার রাত সাতটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিজ বাসায় ইন্তেকাল করেন ।

সোমবার সকাল ১১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাউজান রাউজানের মোবারক খীল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দুপুর ২টায় দ্বিতীয় জানাজার আগে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগের নেতৃত্বে একদল পুলিশ গার্ড অফ অনার এর মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানান বীর মুক্তিযোদ্ধা এটিএম নুরুল আমিন চৌধুরীকে। দ্বিতীয় জানাজা শেষে বকতেয়ার উকিল বাড়িস্থ হযরত শাহ আজম শাহ (রা:) জামে মসজিদের পাশে নিজস্ব কবরস্থানে দাফন করা হয় ।

জানাজায় উপস্থিত ছিলেন রাউজান থানার নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, বিশিষ্ট রাজনীতিবিদ ও কলামিস্ট অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সাবেক পিপি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, এডভোকেট জাহাঙ্গীর আলম, স্থানীয় কাউন্সিলর এবং রাউজান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বশির উদ্দিন খান, আলহ্বাজ নুরুছাপা চৌধুরী, রাউজান পৌর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন খান, চট্টগ্রাম উন্নয়ন পরিষদের সহ-সভাপতি গোলাপুর রহমান, মুক্তিযোদ্ধা ইউসুফ খান. কাউন্সিলর আলমগীর আলী, বিএনপি নেতা মোহাম্মদ ইলিয়াসসহ বিশিষ্ট জনেরা ।

Loading