পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক ৮ হাজার ৮৬৪ কৃষক পেল কৃষি প্রণোদনা

মনজুরুল হক মঞ্জু মনজুরুল হক মঞ্জু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ , নভেম্বর ৩০, ২০২০

কৃষি প্রণোদনা ও পূর্নবাসন কর্মসূচির আওতায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৮ হাজার ৮৬৪ কৃষককে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ চত্তরে উপজেলার ১০ ইউনিয়ন ও এক পৌরসভার ৮ হাজার ৮৬৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম, ভূট্টা, সূর্যমুখি, টমেটো, মরিজ, পেয়াজ ও বোরো হাইব্রীডের বীজ বিতরন করা হয়।
বিনামূল্যে বীজ প্রণোদনা কর্মসূচির উদ্ধোধন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান, কৃষি সম্প্রাসারন কর্মকর্তা সাজেদুর রহমান ও উপ-সহকারি উদ্ভিদ কর্মকর্তা মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান বলেন, উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। বর্তমান করোনাকালীন সময়ে ফসল উৎপাদন বৃদ্ধি, পতিত জমি ব্যবহার ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি মন্ত্রনালয় এ কার্যক্রম গ্রহন করে। উপজেলার ১০ ইউনিয়ন ও ১টি পৌরসভার ৮ হাজার ৮৬৪ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এক ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে এবং ফসল উৎপাদক বৃদ্ধি করার লক্ষে কৃষি বিভাগ কার্যক্রম পরিচালনা করে আসছে।

Loading