রামগড়ে সন্ত্রাস, বাল্যবিবাহ,ইভটিজিং রোধে সচেতনতা মুলক কর্মশালা অনুষ্ঠিত।

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ , নভেম্বর ১০, ২০২০

রামগড়ে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার-পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয় এবং (জাইকা)এর সহযোগিতায় রামগড় উপজেলা সমাজ কল্যাণ কমিটির আয়োজনে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সন্ত্রাস জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, সামাজিক ব্যাধি নিয়ন্ত্রনে মসজিদের ইমাম, পুরোহিতদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্লাহ মারুফ এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আন্জুমের সন্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রামগড় উপজেলার জাইকার সমন্বয়কারী মিন্টু চাকমা। অনুষ্টিত কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র, রামগড় থানার অফিসার ইনচার্জ মো: শামসুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমূখ।
সভায় এলাকার গন্যমান্য ব্যক্তি এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Loading