রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত।

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ , নভেম্বর ৯, ২০২০

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার(৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে কমিটির সভাপতি রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. মাহমুদ উল্লাহ মারুফ এর সভাপতিত্বে আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আইন-শৃঙ্খলা,সন্ত্রাস, নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয় সভায় প্রাধান্য পায়।
সভায় বক্তারা রামগড়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। সভায় সীমান্তবর্ত্তী রামগড় উপজেলা সীমান্তে চোরাচালান, মাদক, শিলং তীর(ইন্টারনেট জুয়া) পাহাড় কাটা, চাঁদাবাজি, অবৈধ সিএনজি-টমটম নিয়ন্ত্রণে কা র্যকর ব্যবস্হা নিতে উপজেলা প্রশাসন, আইন-শৃংখলা বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:শামসুজ্জামান, দুপ্রক সভাপতি শাহ আলম, সাংবাদিক নিজাম উদ্দিন, ৪৩ বিজিবি প্রতিনিধি রুহুল আমীন প্রমুখ।
এসময় রামগড় পৌরসভার মহিলা কাউন্সিলর কনিকা বড়ুয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযেদ্ধা,রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ,ও গণমাধ্যম কর্মীরা উপস্হিত ছিলেন।

Loading