ধর্মপাশার শয়তানখালী ব্রীজ যেন মরণফাঁদ

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ , নভেম্বর ১, ২০২০

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার কামলাবাজ এলাকায় শয়তনখালী খালের উপর নির্মিত ব্রীজ যেন আজ মরণ ফাঁদে পরিনত হয়েছে।

ব্রিজের উভয় পাড়ের মাটি সরে গেছে। রেলিং ও পিলারগুলোর অধিকাংশই ভেঙ্গে গেছে। ইতিপূর্বে এই ব্রিজে অনেক দূর্ঘটনা ঘটেছে। দিনে দিনে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যেকোন সময় ঘটে যেতে পারে ভয়াবহ দূর্ঘটনা। জানিনা তার দায়ভার কে নেবে?

এই ব্রীজ দিয়ে ধর্মপাশা, কামলাবাজ, রাজনগর, নলগড়া, আবুয়ারচর, খয়েরদিরচর, ভাটকপুর, লংকাপাথারিয়া ও বিভিন্ন গ্রামের মানুষজন অটোরিক্সা, মোটর সাইকেল, সিএনজি , পায়ে হেটে ও গবাদি পশু নিয়ে চলাচল করেন।

ধর্মপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো: সেলিম আহমেদ জানান, এই রাস্তা ও ব্রীজটি সংস্কারের পরিকল্পনা এলজিইডিতে পাঠানো হয়েছে।

ধর্মপাশা উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মো : মনিরুল ইসলাম জানান, বিগত অর্থ বছরে এই রাস্তা ও ব্রীজের পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিন কিন্ত তা পাশ হয়নি। তবে এ বছর বন্যা পরিকল্পনা বাজেটে তা পুনরায় পাঠানো হয়েছে। তিনি আশা করছেন এ বছর এই রাস্তা ও ব্রীজটির সংস্কার কাজ সম্পন্ন হবে।

সিএনজি চালক মো: কলেজ মিয়া জানান, বিগত বছর সে যাত্রী নিয়ে অনেকবার এই ব্রীজের কাছে দূর্ঘনার শিকার হয়েছেন।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ এই রাস্তার ভোগান্তিতে আছেন। তারা অবিলম্বে এই রাস্তাটি সংস্কার করার জন্য স্থানীয় সাংসদের সুদৃষ্টি কামনা করেন ।

 

Loading