মাশরাফির দুই সন্তান করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ , অক্টোবর ২১, ২০২০

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মতুর্জার ছেলে-মেয়ে দুজনই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাশরাফি নিজেই তার দুই সন্তানের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন।

করোনা আক্রান্ত ছেলে-মেয়ে দুজনকে নিয়ে মাশরাফির পরিবার ঢাকার বাসায় অবস্থান করছেন। এখানেই তাদের চিকিৎসা চলছে।

মাশরাফি নিজেও গত জুনে করোনায় আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া তার স্ত্রী, ছোটভাই, বাবা-মা ও শাশুড়ি এই ভাইরাসের আক্রান্ত হয়েছিলেন।

সাবেক এই অধিনায়ক যখন করোনা আক্রান্ত হন তখন তার দুই সন্তানকে নড়াইলে দাদা-দাদীর কাছে পাঠিয়ে দিয়েছিলেন। আর গত ১৪ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি করোনামুক্ত বিষয়টি জানিয়েছিলেন।

মাশরাফি এখন ক্রিকেট থেকে দূরে আছেন। গত মার্চে সর্বশেষ একদিনের ক্রিকেটে খেলতে দেখা গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে তিনি অধিনায়কত্ব ছেড়েছিলেন। তাকে আবারও মাঠে দেখা যেতে পারে নভেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্টে।

তবে বর্তমান সময়গুলো তিনি তার সংসদীয় এলাকায় দিচ্ছেন।

Loading