নেত্রকোণা শহরে বাড়ছে চুরির ঘটনা

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ , অক্টোবর ২১, ২০২০

নেত্রকোণা শহরে প্রায়ই শুনা যায় চুরির ঘটনা। গ্রীল ভেঙ্গে মোটর সাইকেল নিয়ে যাওয়া, দোকানের সাটার ভেঙ্গে মালামাল নিয়ে যাওয়া বা ঘরের দরজা-জানালা ভেঙ্গে প্রবেশ করে লকার ভেঙ্গে স্বর্ণালঙ্কার কিংবা টাকা পয়সা নিয়ে যাওয়া ইত্যাদি ।

গতকাল (২০ অক্টোবর) নেত্রকোণা জেলা শহরের জয়নগর এলাকায় মঙ্গলবার সন্ধ্যার পরপরই এডভোকেট মোঃ আবু সাদেকের বাসায় ভয়ঙ্কর চুরি সংগঠিত হয়েছে।

এডভোকেট আবু সাদেক জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে তারা বাসায় তালা দিয়ে আত্মীয়ের বাসায় বেড়াতে গেলে সংঘবদ্ধ চোরেরা দরজা ভেঙ্গে বাসায় অনুপ্রবেশ করে স্টিলের আলমারী ও ওয়ার ড্রপের লক ভেঙ্গে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রায় ২ লক্ষ ১৯ হাজার ৫ শত টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, এ ব্যাপারে এডভোকেট আবু সাদেক থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জেলা শহরে এ ধরনের চুরির ঘটনা বেড়ে যাওয়ায় নাগরিকদের মাঝে এক ধরণের উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। পৌর শহরের সকল এলাকার নাগরিকগণের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা। আইন শৃঙ্খলায় দায়িত্বরত লোকজনকে তৎপর হওয়ার আহবান জানিয়েছেন সাধারণ মানুষ।

Loading