সাভারের বিরুলিয়ায় ব্যাটারি কারখানায় আগুন

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ , অক্টোবর ৯, ২০২০

সাভারের বিরুলিয়া একটি ব্যাটারি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাভার ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের মোট ৫ টি ইউনিট কাজ করে ।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাত পৌঁনে ৯ টার দিকে সাভারের বিরুলিয়ার আকরাইনের খাগান এলাকায় টংলি পাওয়ার নামক একটি টিনশেড কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ।

কারখানা কতৃপক্ষ ইমরান জানায়, রাত ৮ টা বেজে ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ৫ টি ইউনিক নিয়ন্ত্রণে কাজ করছে। ব্যাটারী কারখানা হওয়ায় আগুনের ভয়াবহতা বেশি।

সাভার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বেলাল হোসেন জানান, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩ টি ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এ বিষয়ে বিরুলিয়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) অপূর্ব বলেন, ব্যটারি কারখানার আগুন নিয়ন্ত্রণে ৫ টি ইউনিট কাজ করছে। তবে কিভাবে আগুনের সুত্রপাত তা এখনো জানা যায় নি। এ ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায় নি।

Loading