পীরগঞ্জে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ১ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১০, ২০২০

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই দিনে শাহিনুর আলম বাবু ও একরামুল হক নামে দুই জনকে ৫০ হাজার টাকা করে এক লক্ষ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত বুধবার দুপুরে উপজেলার সৈয়দপুর শাহাপাড়া গ্রামের সাইফুর রহমানের পুত্র শাহিনুর আলম বাবু ভবানীপুর এলাকায় টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে ট্রাক্টর ট্রলিতে বালি ভরার সময় ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ হাজার টাকা এবং মঙ্গলবার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র একরামুল হক উপজেলার বাজারদেহা এলাকায় টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম জানান, বিক্রির উদ্দেশ্যে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করার সময় ভ্রাম্যমান আদালত ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে শাহিনুর আলম বাবু ও একরামুল হক প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Loading