ধামরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ , আগস্ট ২৫, ২০২০

 

বিশেষ প্রতিবেদক
ঢাকার ধামরাই থানা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি ও উপজেলা কমান্ড উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, ও দোয়া মাহফিল সোমবার ধামরাই বাজারে মুক্তি যোদ্ধা কমান্ড ভবনের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এরপর জাতির জনক বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ধামরাই উপজেলা শাখার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ,বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, আশকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুর রহমান আইয়ুব, বিএডিসির সাবেক সদস্য পরিচালক মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, , উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাড. সোহানা জেসমিন মুক্তা ওসিরাজ উদ্দিন প্রমুখ
এদিকে আওয়ামী লগের উদ্যোগে সূতিপাড়া ইউনিয়ন পরিষদের সামনে শ্রীরামপুর বাজারে ও গাঙ্গুটিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সূতিপাড়ায় সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় এমপি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন মুক্তা, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য বিল্লাল হোসেন এছাড়া ইট ভাটা মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। এসময় আওয়ামীলীগের নেতাকর্মীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

Loading