চাঁদা না পেয়ে ‘ক্রসফায়ার

চকরিয়ার ওসির বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ , আগস্ট ১৭, ২০২০

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে মো. জাফর নামে এক প্রবাসীকে ক্রসফায়ার দিয়ে হত্যার অভিযোগে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ দুই পুলিশের বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়া আদালতে মামলা দায়ের হয়েছে।
রোববার (১৬ আগস্ট) পটিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহের আদালতে মামলাটি করেন নিহতের মামা আহমদ নবী।
বাদী পক্ষের আইনজীবী নুর মিয়া জানিয়েছে,ন্যায়বিচারের প্রত্যাশায় আদালতে এসেছেন পরিবারের সদস্যরা। আদালত মামলা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে।
মামলার আসামীরা হলেন- চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান ও হারবাং পুলিশ ফাড়ির ইনচার্জ আমিনুল ইসলাম এছাড়াও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে ।
মামলার এজাহারে বলা হয়েছ, চলতি বছরের ১২ মার্চ ওমান প্রবাসী জাফর দেশে আসেন। তার বাড়ী চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৬ নং কচুয়াই ইউনিয়নে। গত ২৯ জুলাই ভোর ৬টায় চকরিয়া থানার পুলিশ সদস্যরা ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে জাফরকে বাড়ী থেকে তুলে নিয়ে যায়। পরে জাফরের পরিবারের সদস্যদের কাছে ৫০ লাখ টাকা দাবি করে। কিন্তু পরিবারের পক্ষ থেকে সেই টাকা দিতে পারেনি। পরে ৩১ জুলাই ক্রসফায়ার তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

Loading