পটিয়ায় আদালতের স্থিতিবস্থা না মেনে ঘর নির্মাণ প্রাণনাশ হুমকির অভিযোগ এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ , ডিসেম্বর ৩১, ২০২৪ পটিয়ায় আদালতের স্থিতিবস্থা নির্দেশ না মেনে ঘর নির্মাণ করার অপচেষ্টা ও প্রাণনাশ হুমকির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে উপজেলার খরনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুজাফফরাবাদ গ্রামের জজ্ঞানদা সেনের বাড়ীতে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ভূক্তভোগী প্রতাপ ধর পটিয়া থানায় অভিযোগ দিয়েছেন। বর্তমানে এ নিয়ে দু পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। জানা যায়,উপজেলার মুজাফফরাবাদ গ্রামে জজ্ঞানদা সেনের বাড়ীতে প্রতাপ ধরের সাথে প্রতিপক্ষ পিকু সেন গংয়ের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলছে। প্রতাপ ধর জানান, উক্ত জায়গায় প্রতিপক্ষরা সম্প্রতি গৃহ নির্মাণ শুরু করলে তিনি চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মিচ মামলা আনয়ন করেন। এতে বিজ্ঞ আদালত স্থিতাবস্থার আদেশ দেন। উক্ত বিষয়ে গত ১১ডিসেম্বর পুনরায় আদালত স্থিতাবস্থার আদেশ বৃদ্ধি করেন।প্রতিপক্ষরা বর্তমানে এ আদেশ না মেনে পুনরায় গৃহ নির্মাণ কাজ শুরু করলে তিনি বাধা দিতে গেলে তারা তাকে মারধর সহ প্রাননাশের হুমকি দেন। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বিধায় তিনি বাদী হয়ে পটিয়া থানায় পিকু সেন (কৌশিক) পংকজ সেন (৫০), দীপু সেন (৪২) এর বিরুদ্ধে ২৬ ডিসেম্বর রাতে সাধারণ ডায়েরি করেন। পটিয়া থানার এসআই গোলাম সরওয়ার বিষয়টি তদন্ত করছেন বলে জানা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে এসআই গোলাম সরওয়ার বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শেয়ার অন্যান্যবিষয়: