রামগড়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন দূরন্ত লামকুপাড়া যুব স্পোর্টিং ক্লাব

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্ণ , ডিসেম্বর ২৯, ২০২৪

(২৮ ডিসেম্বর’২৪) শনিবার রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয়তাবাদী ফোরাম রামগড় উপজেলা শাখার আয়োজনে ও রামগড় বিএনপি পরিবারের সহযোগিতায় ‘বাঁশরী ওয়াদুদ’ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ খেলায় টাইব্রেকারে দুরন্ত লামকুপাড়া একাদশ সম্প্রীতি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ- সম্পাদক, সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।তিনি বক্তব্যে রামগড়ের মাঠে খেলা সম্পর্কিত নিজের অভিজ্ঞতার স্মৃতিচারন করেন।তিনি দলমত নির্বিশেষে বিভিন্ন ইভেন্টের খেলা আয়োজন করে মাদক মুক্ত সমাজ গঠনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীন চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ন সম্পাদক মোশাররফ হোসেন সহ উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। মাঠে উপজেলা পর্যায়ের নেতাকর্মী, জেলা ও উপজেলার খেলোয়াড়, বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া কর্মকর্তাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।

Loading