আশুলিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ , ডিসেম্বর ১৩, ২০২৪ স্টাফ রিপোর্টার: সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের রুস্তমপুর মৌজায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বাউন্ডারী ওয়াল নির্মাণ করে সংখ্যালঘুদের জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার আশুলিয়া পুলিশ ক্যাম্পকে বিষয়টি অবগত করলে দু’বার পুলিশ ঘটনাস্থলে গেলে দখলকারীরা বিষয়টি বুঝতে পেরে পালিয়ে যায়। পুলিশ চলে গেলে আবার জমি দখল নিয়ে বাউন্ডারী ওয়াল নির্মাণ করে।জানা যায়, রুস্তমপুর বড়বাড়ি মন্দির সংলগ্ন ভীম সাহার ছেলে দীপক সাহার ভোগ দখলকৃত ৪৯ শতাংশ জমির মধ্যে ২৭ শতাংশ জমি তার চাচাতো পিসি (ফুফু) মমতা ভৌমিক স্থানীয় সাবেক মেম্বার আব্দুল জব্বারের কাছে বায়নামূলে বিক্রি করে। এ সংবাদ জেনে দীপক সাহা হাইকোর্টে রীট করলে আদালত জমির স্থিতি অবস্থা বজায় রাখতে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু আদালতের এ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রোববার দিবাগত রাত থেকে সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত জমির অধিকাংশই গাছপালা, ফসল কেটে বাউন্ডারী ওয়াল নির্মাণ করে দখলে নেয়। এ ব্যাপারে জমির মালিক দীপক সাহা জানান, আমার ফুফু মমতা ভৌমিকের সঙ্গে জমির বাটোয়ারা নিয়ে বিরোধ আছে। এ সংক্রান্ত বিষয় জজকোর্টে একটি মামলা চলমান রয়েছে। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) আশুলিয়া সার্কেলে নামজারী সংক্রান্ত একটি মিসকেস চলমান। তারপরও জানতে পারলাম আমার ফুফু থেকে এলাকার প্রভাবশালী আব্দুল জব্বার মেম্বার (সাবেক), ২৭ শতাংশ জমিটি বায়না করে নিয়েছেন। এ অবস্থায় আমি আদালতে জমির স্থিতি অবস্থা বজায় রাখতে রীট আবেদন করি। আদালত আমার আবেদন মঞ্জুর করে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আব্দুল জব্বার মেম্বার এ নিষেধাজ্ঞা অমান্য করে রোববার রাতে আমার ৩৭ শতাংশ জমির গাছপালা ও ফসল কেটে ফেলে। সোমবার সারাদিন এই ৩৭ শতাংশ জমির উপর বাউন্ডারী ওয়াল নির্মাণ করে। বিষয়টি আমি স্থানীয় আশুলিয়া পুলিশ ক্যাম্পকে জানালে তারা দু’ দুবার ঘটনাস্থলে যায়। কিন্তু পুলিশ উপস্থিত হলেই দখলকারীরা পালিয়ে যায়। আবার পুলিশ চলে গেলে তারা কাজ করে। এভাবেই সোমবার সারাদিন কেটেছে। এ ব্যাপারে আব্দুল জব্বারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, জমির উপর বাউন্ডারী ওয়াল নির্মাণের কাজ করছেন মমতা ভৌমিক। এছাড়া আমরা আদালতের নিষেধাজ্ঞা জারির কোন কাগজপত্র পাইনি। তবে আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি শুনে মমতা ভৌমিক কাজ বন্ধ রেখেছেন।এ ব্যাপারে মমতা ভৌমিকের ফোনে যোগাযোগ করলে তার ছেলে সীমান্ত ভৌমিক ফোন রিসিভ করেন। তার কাছে বিষয়টি জানতে চাইলে বলেন, আমরা জমিটি আব্দুল জব্বার মেম্বারের কাছে বিক্রি করেছি। জমির উপর বাউন্ডারী ওয়াল তিনিই করছেন। কিন্তু আমরা আদালতের নিষেধাজ্ঞার কোন কাগজপত্র হাতে পাইনি। তবে তারা আদালতের নিষেধাজ্ঞার কথা শুনে বাউন্ডারী ওয়াল নির্মাণের কাজ বন্ধ রেখেছেন। শেয়ার অন্যান্যবিষয়: