পটিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের মার্কেটে দুর্ধর্ষ চুরি

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ , ডিসেম্বর ২, ২০২৪

পটিয়ায় দক্ষিণ ছনহরা সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়ার মালিকানাধীন ছিদ্দিকিয়া মার্কেটে গত শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে ৪ দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মার্কেট এলাকার পাশে গত ৬ মাস এবং ১৫ দিন আগেও নির্মানধীন প্রবাসীর ভবনে চুরির ঘটনা ঘটে। ইতিমধ্যে চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে পটিয়া এলাকার জনসাধারণ।

ছনহরায় ৪ দোকানে এ চুরির ঘটনায় মালামাল নগদ টাকাসহ প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি মধ্যে পড়ে ব্যবসায়ীরা। এতে চোরের দল ব্যবসায়ী মোঃ টিপুর সিমেন্ট ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে নগদ ৫০ হাজার টাকা ও ২০ টি গ্যাসভর্তি ও ১০ খালি গ্যাস সিলিন্ডার, নুর হোসেন ফকিরের মুদির দোকান থেকে প্রায় নগদ টাকা মালামালসহ ২ লক্ষ ২০ হাজার টাকা , রাজুর মুদির দোকানের মালামালসহ দোকানে রক্ষিত একটি স্বর্ণের চেইন ও বাবুলের কুলিং কর্ণারের তালা ভেঙে মাজারের দুটি দানবক্স ও কিছু নগদ টাকা নিয়ে গেছে বলেন তারা।

স্থানীয় মোঃ রুবেল বলেন গত ৬ মাস আগে মার্কেটের পার্শ্বে আমার ছোট বোন নাছিমা আকতারের নির্মানাধীন ভবন থেকে পানির মটর লৌহাসহ ১ লক্ষ টাকা মালামাল চুরি হলে পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করি। গত ১৫ দিন আগেও মালামাল চুরি হয় আমার বোনের বাসায়, আগের চুরির কোন প্রতিকার না পাওয়াতে আর থানায় যাইনি। আজ শুনলাম মার্কেটে চুরির কথা। এভাবে হলে মানুষ কোথায় যাবে। চুরির ঘটনায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি ।

হেলাল ব্রাদার্সের মালিক জালাল উদ্দীন বলেন নগদ টাকা মালামালসহ প্রায় ২ লক্ষ ২০ চুরি করে নিয়ে য়ায় চোরেরা। এতে আমি পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। দেখি প্রশাসন কি ব্যবস্থা নেন।

হযরত লাল শাহ বুড়া মিজ্জি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ টিপু কোম্পানি জানান, প্রতিদিনের মত শনিবার রাতে দোকান বন্ধ করে ম্যানেজার চলে যায়। ভোরবেলা মসজিদের মুয়াজ্জিন আমাদের দোকানগুলো খোলা দেখে আমাদের খবর দিলে এসে দেখি দোকানের তালা ভেঙ্গে ক্যাশ থেকে প্রায় নগদ ৫০ হাজার টাকা ও ৩০টি গ্যাস সিলিন্ডার নিয়ে যায় চোরের দল।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোঃ নাজমুন নূর বলেন চুরির ঘটনায় থানার টিম কাজ করছে চোর চক্রদের ধরতে ।

Loading