ঈদের দিনে কর্তব্যরত পুলিশ সদস্যদের খোঁজ নিলেন আইজিপি

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ , জুন ১৭, ২০২৪

ঈদের দিনে কর্তব্যরত পুলিশ সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সোমবার ঈদের নামাজ আদায়ের পর তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মেস পরিদর্শন করেন।

এ সময় তিনি নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে জনগণের আনন্দ নিশ্চিত করার লক্ষে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে পুলিশপ্রধান রাজারবাগ পুলিশ লাইন্সে কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। তিনি আজ সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত ঈদের ওই জামাতে অংশ নেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সদস্য ছাড়াও সর্বস্তরের মুসল্লিরা এ জামাতে ঈদের নামাজ আদায় করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর আইজিপি সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বলে জানান পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখার পুলিশ সুপার ইনামুল হক সাগর।

Loading