ঈদের দিন মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা, নারীসহ আহত ৫

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ , এপ্রিল ১১, ২০২৪

বাগেরহাটের চিতলমারীতে পূর্ব বিরোধের জের ধরে এক মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা হয়েছে। হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছেন। ঈদের দিন বৃহস্পতিবার সকালে হামলায় আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

উপজেলার ঘোলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত ইকবাল হোসেন মোল্লার ছেলে আহত রাজিব মোল্লা জানান, প্রতিবেশী সমশের শেখের সঙ্গে তাদের পুরনো বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে সমশের ও তার লোকজন তাদের পরিবারের উপর দুই দফা হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ঈদের দিন সকাল ১০টায় সমশের শেখ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলায় বীর মুক্তিযোদ্ধা মৃত ইকবাল হোসেন মোল্লার স্ত্রী আম্বিয়া খাতুন (৬২), রানা মোল্লা (৩২), রেজওয়ান মোল্লা (৪০), ছাকি মোল্লা (২৮) ও রাজিব মোল্লাসহ (৩৫) ৫ জন আহত হন। এ সময় আহতদের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। এ ঘটনায় আহত রাজিব মোল্লা হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ বিষয়ে মোবাইলে সমশের শেখের সাথে বার বার যোগাযোগের চেষ্টা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।

চিতলমারী থানার (ওসি) মো. ইকরাম হোসেন জানান, মারপিটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Loading