ধামরাইয়ে বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ , মার্চ ১৭, ২০২৪

 

ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে আজ রোববার  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রথমে উপজেলা চত্বর থেকে র‍্যালি বের হয়।র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনের উপরের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি)সুচি রানী সাহা, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ( পি পিএম), উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান,পল্লী বিদ্যুতের ডিজিএম ফয়সাল মাহমুদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএস মমিনুর হক, সমাজ সেবা কর্মকর্তা এস এম হাসান ও ইউ ডি এফ এর কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এছাড়া আওয়ামীলীগ ও বিভিন্ন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করছে।

Loading