ধামরাইয়ে জাটকা ও পচা চিংড়ি মাছ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ , মার্চ ১৪, ২০২৪

 

 

ঢাকার ধামরাইয়ে জাটকা  ও পচা চিংড়ি মাছ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করে মোবাইলকোর্ট।
“ইলিশ হলো মাছের রাজা,জাটকা ধরলে হবে সাজা” এ স্লোগানকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ কার্যক্রম বাস্তবায়নে আজ বৃহস্পতিবার  উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর উপজেলা ২ টি বাজারে ও ১টি আড়তে মোবাইলকোর্ট পরিচালনা করে। এ সময় ইসলামপুর বাজার ও কালামপুর বাজার হতে জাটকা মাছ জব্দ করা হয়। পরে এই মাছ ১টি মাদ্রাসা ওএতিমখানা বিতরণ করা হয়। অবৈধ জাটকা মাছ বিক্রির অপরাধে ২জনকে ৩ হাজার ও আরেকজনকে ২হাজার টাকা জরিমানা ও অপরদিকে ১জন পচা চিংড়ি মাছ বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইলকোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার ও ক্ষেত্র সহকারী মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ।

Loading