তিউনিসিয়া উপকূলে মৃতদের অধিকাংশই বাংলাদেশি

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৮, ২০২৪

লিবিয়া থেকে নৌকায় ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাত্রাকালে তিউনিসিয়ার উপকূলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন অভিবাসী মারা গেছেন। তাদের বেশির ভাগ বাংলাদেশি নাগরিক বলে বি‌ভিন্ন সূত্রে জানতে পেরেছে লি‌বিয়ায় বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, লিবিয়া উপকূল থেকে ৫২ জনের একদল অভিবাসী সাগরপথে ইউরোপ যাত্রাকালে গত ১৫ ফেব্রুয়ারি তিউনিসীয় উপকূলে তাদের বহনকারী নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে তিউনিসিয়ার নৌবাহিনী নৌকা থেকে ৯ অভিবাসীর মরদেহ এবং ৪৩ জনকে জীবিত উদ্ধার করে। জীবিত অবস্থায় উদ্ধার করা অভিবাসীদের মধ্যে ২৬ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া দুর্ঘটনায় মৃত্যুবরণকারী অধিকাংশ বাংলাদেশি নাগরিক বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

উদ্ধার বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সহযোগিতা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিউনিসিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আইওএম এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে দূতাবাস।

Loading