রহিমা খান রিনি’র কবিতা ‘কোন এক স্বপ্নময় বাগানে’ নিউজ৭১অনলাইন,ঢাকা নিউজ৭১অনলাইন,ঢাকা প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ , জুলাই ২০, ২০২০ কোন এক স্বপ্নময় বাগানে শোন “তুমি” একদিন হঠাৎ করে চলে যাব আমি, তোমার থেকে অনেক দুরে,যেখানে গেলে ফেরত আসা যায়না কোনদিন ! হয়ত কোন এক পরন্ত বিকালে, বসে বাতায়নের পাশে, দু-চোখ ঝাপসা হবে তোমার, তুমি চেষ্টা করবে আমায় দেখতে, আমাকে কাছে পেতে, কিন্ত অনুভবে ছাড়া আমায় পাবেনা তুমি, এক সময় চোখের পানিতে ভরে যাবে, তোমার চোখের পাতা, দুএক ফোটা অজান্তে ঝড়ে পড়বে,তবুও তুমি খুঁজবে আমায়, তোমার চারিপাশে, অজান্তে চলে অাসবে তুমি আমার কবরের পাশে, দেয়াল ছুঁবে তুমি, অনুভব করবে আমার স্পর্শ, কাছে পেতে চাইবে আমায়, তখন আমি অট্ট হাসিতে ফেটে পরব, তুমি শুনবে না আমার হাসি, আমি কাঁদবো দুচোখ ভরে,তাও তুমি দেখবেনা বা শুনবেনা, আমি প্রার্থনায় রত থাকবো, যেন তুমি সুখে থাক, তোমার ভালবাসা বুকে নিয়ে, কোন এক স্বপ্নময় বাগানে। শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: https://news71online.com/?p=9192&preview=truehttps://news71online.com/archives/9192