কবি শুক্লা পঞ্চমী’র আঞ্চলিক ভাষার কবিতা ’বাস্তুসাফের কান্দন’

প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ , জুলাই ১৭, ২০২০
বাস্তুসাফের কান্দন
 
কিতা কইতাম ময়নার বাফ
চাইরদিগে খালি অবত রঙিলা দেহি
ঠাইট্টার আগো বাইট্টা নাই হেরেও দেহি কুটি টেহার ফাল ফারে।
আরে বেডাইন নিত্যি চুরের একদিন ত সাউধের,
না কিতা?
 
অহন ধরাত ফইড়া গাতের ভিতরে হামাইছস
আগে মনো আছিল না!
 
আমরার ভাইট্টা বেডাইনই ভালা
একদিন কামাই কইরা সাতদিন নাক ডাইক্যা ঘুমায়
ফরের ধনে ফুদ্দারি কইরা কি লাব?
 
যাউগ্যা,
অতো বড় বড় বিষয় লইয়া মাথা ভাইঙ্গা লাব নাই
ময়নার বাফরে টুনার মইদ্যে লইয়া দিনডি ফারি দিতে ফারলেই বাইচ্যা যাই।
 
ও ” ময়নার বাফ, হুনছইন; হুবে দিয়া দেওয়ায় ডাকতাছে
কাউল্লারা গুরগুরাইতাছে,
আমার বুকটার ভিতরে আওরের ঢেউ।
 
লউহাইন আমরা বালবাসার পইদ্য মানাই
আমি লেহি আপনে গাউহাইন।
ও ভরা সংসারে লগ্নির উপরে লগ্নি কইরা
বইসা আছি কার ঘরে?

Loading