সখীপুরের ইউএনও করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ , জুলাই ১২, ২০২০

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে তিনি শুরু থেকেই উপজেলার বিভিন্ন গ্রাম ছুটে বেড়িয়েছেন। উপজেলাতে কেউ করোনায় আক্রান্ত হলেই মুহূর্তেই তাদের বাড়ি ‘মমতার দাওয়াই’ নিয়ে হাজির হয়েছেন। যুগিয়েছেন সাহস-শক্তি। আজ সেই ‘মমতার দাওয়াই’-খ্যাত সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা নিজেই করোনায় আক্রান্ত।
রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১০ জুলাই তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। রবিবার সকালে করোনা পজিটিভের কথা জানানো হয়। এর আগে গত ৯ জুলাই ইউএনওর স্বামী প্রকৌশলী ইশতিয়াক আহমেদ জুয়েলের করোনা পজিটিভ হয়।
সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানান, গত ১০ জুলাই স্বামীর পর ইউএনও ও তার মা, ছেলে এবং গৃহকর্মীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। রবিবার ওই পরিবারের চারজনের পাঠানো নমুনায় ইউএনওর করোনা পজিটিভ হয়েছে। তিনি তার স্বামীর পজিটিভের পর থেকেই নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।

ইউএনও লিজা জানান, তিনি ও তার স্বামী শারীরিকভাবে সুস্থ। তাদের পরিবারের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

Loading