মনোহরদীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ , জুলাই ৭, ২০২০
সারোয়ার জাহান আরিফ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত রোববার বিকালে উপজেলার হাতিরদিয়া বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় মো.কিরন মিয়া বাদি হয়ে পাঁচ জনকে আসামি করে মনোহরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল থেকে সিদ্দিক মিয়া (৩২) নামে একজন কে আটক করে থানায় নিয়ে আসে।
অভিযোগে জানা যায়, পৃর্ব শত্রুতার জের ধরে গত রোববার বিকালে প্রতিপক্ষ মো. সিদ্দিক মিয়ার নেতৃত্বে কিবরিয়া ও আবু তাহেরসহ আরো ৫/৬ জন মিলে দেশীয় লাঠি সোঠায় সজ্জিত হয়ে মো. কিরন মিয়ার মহানগর মটরর্স অটো সু-রুমে অতর্কিত হামলা করে। হামলাকারীরা কিরন মিয়ার কেশ বক্্র ভাঙ্গিয়া নগদ ৮ লক্ষ ৫০ হাজার টাকা লুটে নেয়। এ সময় কিরন মিয়ার ছেলে আহম্মেদ ইমন ও জুবায়ের আহম্মেদ বাধা দিলে তাদের পিটিয়ে মারাত্বক ভাবে আহত করে। আহতদের মনোহরদী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও হামলাকারীরা মহানগর মটরর্স অটো স-ুরুম থেকে ৫ লক্ষ টাকা মূল্যের ১০টি হেমকো ব্যাটারি ও ৪০টি ১৬০ ওয়ার্ডের পাওয়ার ব্যাংক রিক্সায় করে নিয়ে যাওয়ার সময় একটি চায়ের কপি মেশিন ও একটি লেফটপ ভাঙ্গিয়া চলে যায়। এ বিষয়ে মনোহরদী থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, এ ঘটনায় একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Loading