গৌরিপুরে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করে দৃষ্টান্ত স্থাপন

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ , জুলাই ৭, ২০২০

নর‌সিংদীর রায়পুরা মুছাপুরের গৌরিপুরে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করে দৃষ্টান্ত স্থাপন করেছেননর‌সিংদী জেলার রায়পুরা উপ‌জেলার মুছাপুর ইউ‌নিয়‌নের গৌ‌রিপুর গ্রা‌মে যুব সং‌ঘের উ‌দ্যো‌গে বৃ‌ষ্টি‌তে ভে‌ঙ্গে যাওয়া রাস্তা স্বেচ্ছাশ্রমে মেরামত করা হচ্ছে।জানা যায়,নর‌সিংদী জেলার রায়পুরা উপ‌জেলার মুছাপুর ইউ‌নিয়‌নের  গৌ‌রিপুর গ্রা‌মের পাকা রাস্তা‌টির বি‌ভিন্ন অং‌শ বৃ‌ষ্টির পা‌নি‌তে ভে‌ঙ্গে গেলে গ্রা‌মের লোকজ‌নের মা‌ঝে চরম ক্ষোভ ও সমা‌লোচনার সৃ‌ষ্টি হয়। এ বিষয়‌টি গৌ‌রিপুর যুব সং‌ঘের সদ‌স্য বৃ‌ন্দের দৃ‌ষ্টিগোচর হ‌লে যুব সং‌ঘের সভাপ‌তি নুর এ আলম এবং গৌ‌রিপুর গ্রা‌মের কৃ‌তি সন্তান বি‌শিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী, গৌ‌রিপুর যুব সং‌ঘের সাধারন সম্পাদক আলহাজ্ব আল মামুনকে অব‌হিত করা হইলে বিগত দিনের ন্যায়গৌ‌রিপুর যুব সং‌ঘের সকল সদস্যদের‌কে সা‌থে নি‌য়ে ভাঙ্গা রাস্তা মেরাম‌তের কা‌জ শুরু ক‌রেন রায়পুরা উপ‌জেলা আওয়ামী যুবলী‌গের সহসভাপ‌তি আলহাজ্ব আল মামুন। রাস্তা‌টি মেরামত করায় বিষয়ে বিরাট ভাঙ্গ‌নের হাত থে‌কে রক্ষা পায় রাস্তা‌টি এবং যাত্রী সাধারন ও গাড়ী চালকগণদের‌কে দু‌র্ভোগ নিরশন করার লক্ষ্যে বিগত দিনের ন্যায় সামাজিক  উন্নয়ন মুলক কর্মকান্ডে চালিয়ে যাচ্ছেন।আলহাজ্ব আল মামুন জানান, দীর্ঘদিন যাবত তি‌নি তার  ব্যক্তিগত এবং যুব সং‌ঘের উ‌দ্যো‌গে গৌ‌রিপুর গ্রা‌মে বি‌ভিন্ন উন্নয়ন মূলক কাজের পাশাপা‌শি গরীব-দুস্থ ও অসহায় মানুষ‌দের‌কে বি‌ভিন্নভা‌বে সাহায্য সহ‌যোগীতা ক‌রে আস‌ছেন।ই‌তিপূ‌র্বে গৌ‌রিপুর গ্রা‌মে চারশত স্ট্রিট লাইট লাগা‌নো হয় যুব সং‌ঘের উ‌দ্যো‌গে। সমাজ সেবমূলক এ কা‌জে এ‌গি‌য়ে আসায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যুব সং‌ঘের সকল সদস্যবৃন্দদের‌কে তি‌নি আন্ত‌রিক ধন্যবাদ ও অ‌ভিনন্দন জানান।

Loading