জাতীয় শোক দিবস উপলক্ষে কুবিতে ছাত্রলীগের খাবার বিতরণ। মোহাম্মদ আল-আমিন মোহাম্মদ আল-আমিন কুবি প্রতিনিধি প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ , আগস্ট ১৫, ২০২২ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার (১৫ আগস্ট) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন মাদরাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সূত্রে জানা যায়, এতিম শিক্ষার্থীদের মধ্যে ১০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে। এ বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসাইন সবুজ বলেন, আমরা বরাবরের মতো চেষ্টা করেছি এতিমখানা, মাদরাসার যারা আছে তাদের জন্য আয়োজন করার। এখানে যারা আছে তাদের জন্য ও মাদরাসায় যারা আছে তাদের জন্যও পাঠিয়েছি। এছাড়াও আমরা দিনটি যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে পালন করার চেষ্টা করেছি। শেয়ার শিক্ষাঙ্গন বিষয়: