চট্টগ্রামে উপসর্গ নিয়ে আইনজীবীর মৃত্যু

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ , জুলাই ৪, ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চট্টগ্রামের জ্যেষ্ঠ আইনজীবী আবুল কালাম আজাদ।

শুক্রবার রাত ১২টায় জেনারেল হাসপাতালের আইসিইউতে প্রবীণ এই আইনজীবী মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
মৃত্যুর অন্তত ১০ দিন আগে করোনার নমুনা দিয়েও ফলাফল আসেনি এখনও।
আবুল কালাম আজাদের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জোয়ারা গ্রামে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।
পারিবারিক সূত্রে জানা গেছে
জুনের শেষ সপ্তাহে এডভোকেট আবুল কালাম আজাদের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়। তার ফলাফল এখনও মেলেনি। তবে শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ ছিল তার। আগে থেকেই মস্তিষ্কের সমস্যায় ভুগছিলেন আবুল কালাম আজাদ। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ২৩ জুন তাকে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৫ জুন তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা আশঙ্কাজনক হারে নিচে নেমে গেলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

Loading