পৃথিবী আবার বেঁচে উঠুক নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ , জুন ৬, ২০২০ আয়েশা মুন্নি……. অনিশ্চয়তার ক্যানভাসে সেঁটে গেছে জীবন দৃশ্যমান হাজারো আহাজারি… গুটি গুটি পায়ে তবুও হাঁটছে পৃথিবী বাঁচার অদম্য অভিলাষে। করোনার ক্রান্তিকালে… ঘনীভূত বিপর্যয়ে… মহাপ্রলয়ে ডাকে… মহাপাতোকী করোনা মরে যাক, পৃথিবী আবার বেঁচে উঠুক বেঁচে উঠুক আমাদের বাঁচার স্বপ্ন। মহামারির ভরা মৌসুমে প্রার্থনা কিছু রয় যারা স্বীয় স্বার্থে পুঁজি করে বিপর্যয়, সাধারণের স্বার্থের বিপরীতে করছে জুলুম পেষণ,পীড়নে পীড়িতের কান্না বাড়াতে চুরি,ছিনতাই… খুন,ধর্ষণ… নাগরিক ত্রাস… ব্যভিচার লিপ্সু তারাও মরে যাক, তারাও সমূলে ধ্বংস হোক পৃথিবী কলঙ্কমুক্ত হোক,মানবতা জেগে উঠুক শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: