নেতৃত্ব বদলে সোনিয়াকে ২৩ শীর্ষ নেতার চিঠি

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ , আগস্ট ২৩, ২০২০

কংগ্রেসের নেতৃত্বের পরিবর্তন চান নেতারা। জাতীয় রাজনীতির স্বার্থে এটাই এখন প্রয়োজন। কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে চিঠি লিখে এমনটাই দাবি করলেন কংগ্রেসের ২৩ শীর্ষ নেতা। আগামিকাল দিল্লিতে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। ওই চিঠি নিয়ে বৈঠক উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাহুল গান্ধী দলের হাল ছেড়ে দেওয়ার পর আপাতত দল সামলাচ্ছেন অসুস্থ সোনিয়া। বহু কাটখড় পুড়িয়ে রাজস্থানের সমস্যার এক হাল হয়েছে। এরকম এক পরিস্থিতিতে গোলমালের আশঙ্কা থেকেই যাচ্ছে সিডাবলিউসির মিটিংয়ে।

কংগ্রেস সূত্রে খবর, ওই চিঠিতে সাক্ষর করেছেন, গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, মণীশ তেওয়ারি, রাজ বব্বর, অরবিন্দ সিং লাভলি ও সন্দীপ দীক্ষিতের মতো নেতা।

কী রয়েছে ও চিঠিতে? সূত্রের খবর, সপ্তাহ দুই আগে পাঠানো ওই চিঠিতে দাবি করা হয়েছে দল চালানোর জন্য একটা সোজাসাপটা নিয়মকানুন চাই। প্রয়োজন সক্রিয় নেতৃত্বের। পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলন করার মতো নেতাকে সামনে আনতে হবে। পাশাপাশি এও দাবি করা হয়েছে, কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে নির্বাচন করাতে হবে।

এদিকে, রাহুল গান্ধী দলের নেতৃত্ব নিয়ে একেবারেই আগ্রহী নন। শুধু তাই নয়, দলের একাংশ তাঁর ফিরে আসারও প্রবল বিরোধী। তাহলে বাকী থাকলেন সোনিয়া গান্ধী। এবছরের শেষ দিকে বিহার বিধানসভার নির্বাচন। পরের বছর রয়েছে পশ্চিমবঙ্গ, পঞ্জাব, গোয়া বিধানসভার নির্বাচন। সোনিয়াকেই দলের সভাপতি করা হলে ওইসব নির্বাচনের প্রচারে ধকল সোনিয়া নিতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ফলে সক্রিয় প্রচার বা রাস্তায় নেমে লড়াই করার ক্ষেত্রে ঘাটতি থেকেই যাবে।

অন্যদিকে, কংগ্রেস সূত্রে খবর সোনিয়াকেই দলের দায়িত্ব নেওয়ার জন্য চাপ দেওয়া হতে পারে। আবার এও জল্পনা রয়েছে, দলের একাংশ চাইছেন কংগ্রেসের নেতত্ব দিন মনমোহন সিং কিংবা এ কে অ্যান্টনি। সূত্র: জিনিউজ

Loading