ধোনির বিদায় ছুঁয়ে গেছে মুশফিক-সাকিবদের নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ , আগস্ট ১৬, ২০২০ বাংলাদেশের বিপক্ষেই মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সেদিন নিজেকে চেনাতে না পারলেও লম্বা চুলের সেই ধোনিকে আলাদা করে নেয়া টাইগার ক্রিকেটের সমর্থকদের। অভিষেকটা রঙিন না হলেও দিন যত গড়িয়েছে, ভারতের ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। জিতিয়েছেন ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন ট্রফির মতো বৈশ্বিক আসর। অথচ দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন নীরবে। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়ে দেন তিনি আর খেলছেন না আন্তর্জাতিক ক্রিকেট। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ইনস্টাগ্রামে ধোনি লেখেন, ‘ধন্যবাদ। সারা জীবন ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। সন্ধ্যা ৭টা ২৯ মিনিট থেকে আমায় অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করতে পারেন।’তার অবসরের পরই দেশ, বিদেশের তারকা ক্রিকেটাররা মেতেছেন ধোনি বন্দনায়। মুশফিকুর রহিম সাকিব আল হাসান থেকে পাকিস্তানের শোয়েব আখতার। সতীর্থ শচীন টেন্ডুলকার, বিরেন্দ্রর শেবাগ, বিরাট কোহলিরা তো আছেনই। টাইগারদের সেরা ব্যাটসম্যান মুশফিক যেমনটা ধোনিকে টুইটারে লিখেছেন, ‘ক্রিকেটের কিংবদন্তি, মহান নেতা নেতা। দারুণ উইকেট-রক্ষক, দুর্দান্ত ফিনিশার ও অসাধারণ মানুষ। আপনাকে স্যালুট, ধন্যবাদ মাহি ভাই।’ সাকিব আল হাসান ফেসবুকে লিখেছেন, ‘বিদায় মহেন্দ্র সিং ধোনি। খেলার মাঠে আপনি ছিলেন নিঃসন্দেহে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দিয়ে আপনি অনুপ্রাণিত করেছেন লাখো মানুষকে। আপনার সুন্দর ভবিষ্যতের জন্য রইলো শুভ কামনা।’ যাকে সামনে রেখে অধিনায়ক ক্যারিয়ার শুরু করেছেন বিরাট কোহলি তার বিদায়ের দিনে আবেগ আপ্লুত হয়ে লিখেছেন, ‘সব ক্রিকেটারকেই একদিন থামাতে হবে। সে যদি হয় খুব কাছের কেউ, তাহলে আবেগটা বেশিই ছুঁয়ে যায়। দেশের জন্য আপনি যা করেছেন তা মানুষের হৃদয়ে থাকবে।’ পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার লিখেছেন, ‘ধোনিকে ছাড়া ক্রিকেট গল্পের পূর্ণতা পাবে না কখনোই। কী দারুণ একজন কিংবদন্তি।’ শেয়ার খেলাধুলা বিষয়: