হাত বাড়িয়ে রেখেছি

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ , জুলাই ৩১, ২০২০

– অনিন্দ্য টিটো

তোমাকে ছোঁবার স্পর্শসুখাকাঙ্ক্ষায়
হাত বাড়িয়ে রেখেছি, আকাশ-দিগন্তে
শ্রাবণ দুপুরের অঝোর বৃষ্টি-ধারায়
ভিজে যাই, বেদনার নীল নীলান্তে।

তোমার নিমীলিত চোখে, চোখাচোখি
ঠোঁট, পদ্মনাভিমূলে চুমুর ছোঁয়া
অচেনা শহরের প্রেমের গলি পথে
আনকোরা আমি ধুসর কাব্য, ধোঁয়া।

জোড়া জোড়া চোখ, কড়া প্রহরী
উথাল-পাতাল মনে বাড়ে প্রেম, অসহনীয় তীব্র
ছুঁতে চায় চিবুক, বুকের কালো তিল
বৃষ্টিতে হয় অস্থির-চঞ্চল, হয়ে উঠে আরও ক্ষিপ্র।

রাতের আকাশ ঝরায় অনেক বৃষ্টি
ভিজে যায়, ভেসে যায় শরতের কাশবন
তোমার নদী যেন এক জন্মান্ধ আয়না
প্রকৃতির রঙ-বদলেও কামুকহীন সুপুষ্ট স্তন।

আমার কল্পনার মেঠোপথ ধরে
হেঁটে যাও তুমি বাঁকা সাপের ভঙিমায়
তোমাকে ছোঁবার স্পর্শসুখাকাঙ্ক্ষায়
হাত বাড়িয়ে রেখেছি, আকাশ-তারায়।
* জুলাই ৩১, ২০২০।

Loading