ধামরাইয়ে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ , জানুয়ারি ২৩, ২০২৪

ঢাকার ধামরাই উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরের উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে “আধুনিক প্রযুক্তির মাধ্যমে ৫০ একর জমিতে উন্নত বোরো ধানের সমলয় চাষাবাদ প্রকল্পের” আওতায় এই রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের  মাধ্যমে  ধানের চারা রোপণ উদ্বোধন করা হয়েছে।গত সোমবার  দুপুরে উপজেলার কুশুরা ইউনিয়নের ডালিপাড়া গ্রামে কৃষি জমিতে এ চারা রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ ধানের চারা রোপণ কার্যক্রমে কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরেজমিন উইং) মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী।
এ সময় আরো উপস্থিত ছিলেন  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান)  নাজিয়াত আহমেদ,ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহানা জেসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান,কৃষি সম্প্রসারণ অফিসার জগদীশ চন্দ্র রায় ও  কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান প্রমুখ।

চারা রোপণ উদ্বোধন শেষে ডালিপাড়া এলাকার মাঠে আলোচনা সভা অনুষ্ঠান হয়। সভায় বক্তারা বলেন, দেশে দিন দিন জমির পরিমাণ কমছে, মানুষের সংখ্যা বাড়ছে। সনাতন নিয়মে চাষাবাদ করলে খাদ্য উৎপাদন বাড়ানো সম্ভব হবে না। খাদ্য উৎপাদন বাড়াতে হলে চাষাবাদে যান্ত্রিকীকরণ প্রয়োজন। আর সে কারণেই সরকার কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। এক টুকরো কৃষি জমিও খালি রাখা যাবে না। কৃষি জমির যথাযথ ব্যবহার করতে হবে। চারা রোপণের এ পদ্ধতি অবলম্বন করলে একর প্রতি উৎপাদন খরচ সাড়ে ৪ হাজার টাকা কমানো সম্ভব।

Loading