নামাজ পড়ানোর অভ্যাস গড়ে তুলতে ৬০ কিশোরকে পুরস্কৃত

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ , জানুয়ারি ১৩, ২০২৪

সুনামগঞ্জের ছাতকে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় ৬০ জন কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার হিসেবে সবাইকে নগদ টাকা দেওয়া হয়। শিশু-কিশোরদের নামাজ পড়ানোর অভ্যাস গড়ে তুলতে এ পুরস্কার দেওয়া হয়।

শনিবার সকালে আলমপুর নুর এ মদিনা জামে মসজিদ প্রাঙ্গণে কিশোর ও যুব সমাজ দক্ষিণ পাড়ার উদ্যোগে পুরস্কার বিতরণ করা হয়।

আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা সামছুল ইসলামের সভাপতিত্বে মাওলানা তোফায়েল আহমদ মিনারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- মাওলানা আব্দুল গফ্ফার, সাইদুর রহমান, মাওলানা শফিকুর রহমান, সৈয়দ মাহফুজুর রহমান, শাহ মোহাম্মদ আব্দুল আহাদ, হাফিজ জামাল উদ্দিন, গোবিন্দনগর ফজলিয়া আলিয়া মাদ্রাসার আরবি অধ্যাপক মাওলানা মইনুল হক মোমিন, অ্যাডভোকেট ওয়াকিব আলী, সাবেক মেম্বার আরশ আলী, শিক্ষক খলিলুর রহমান, রেজ্জাদ আহমদ, সাংবাদিক বদর উদ্দিন, ছাতক প্রেস ক্লাবেব সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, খালেদ আহমদ, অলিউর রহমান প্রমুখ।

গত ২২ নভেম্বর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়ে নতুন বছরে ১ জানুয়ারি শেষ হয়। এতে এলাকার ৬০ জন শিশু-কিশোর অংশ নেয়।

সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সৈয়দ মাওলানা মাহফুজুর রহমান।

Loading