পটিয়ায় মোমবাতির বিজয় হলে স্মার্ট ও মডেল শহরে রুপান্তরিত হবে: এম.এ মতিন

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ , ডিসেম্বর ৩১, ২০২৩
চট্টগ্রাম-১২ (পটিয়া)আসন থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনানীত পটিয়ার সুফিবাদী শান্তিপ্রিয় জনতার সমর্থিত দলের চেয়ারম্যান মাওলানা এম.এ মতিন তার মােমবাতি প্রতীকের পটিয়া হাইদগাঁও ইউনিয়নের তেতুল তল,দক্ষিণ হাইদগাঁও,দিঘীরপাড়,পূর্ব হাইদগাঁও সহ বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগ করেন।গণসংযােগকালে বিভিন্ন স্থানে তিনি পথ সভায় বক্তব্য রাখেন,তার তিনি বলেন সাবেক মহকুমা এই পটিয়ায় বিগত শাষক গােষ্টি দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও পরিকল্লিতভাবে যুগের প্রয়ােজন মত পটিয়ার উন্নয়ন ও মানুষের সামাজিক জীবন নিরাপদ রাখতে ব্যর্থ হয়েছে।তাই পটিয়ার মানুষ পরিবর্তন চাই, এই পরিবর্তনের জন্য আমি এবার গােটা পটিয়ার তৃণমূলের সবখানে মােমবাতির জয়-জয়কার ধ্বনি শুনতে পাচ্ছি,যে দিকে যাচ্ছি সর্বস্তরের সাধারণ মানুষ আমাকে মােমবাতির নিশ্চয়তা তথা স্বাগতম জানাচ্ছে, হে আমার পটিয়াবাসী আমি আপনাদের দোয়া চাই, পটিয়ায় মোমবাতির বিজয় হলে পটিয়ায় একটি ভাটানিক্যাল গার্ডেন ও একটি স্টেটেডিয়াম নির্মাণ সহ পরিকল্লনিতভাবে সাবিক উন্নয়নের মাধ্যমে পটিয়াকপ আধুনিক স্মার্ট ও মডেল শহরে রুপান্তরিত করা হবে।
তিনি আরো বলেন আমার পটিয়াবসীর সামাজিক জীবন শান্তিময় তথা নিরাপদ করার জন্য কিশোর গ্যাং ,ইয়াবা ফেনসিডিল
মাদক তথা চোরাকাবারীদের কঠোর
হস্তে দমন সহ সকল ধর্মের সম্প্রীতির বন্ধনে একটি স্বাভাবিক সুন্দর বাসযােগ্য সমাজ উপহার দিতে আমি আপনাদের নিকট ওয়াদা করছি। আপরাধ দমনে আমি কাউকে বিন্দুমাত্র ছাড় দেব না আপনারা একবার পরীক্ষা করুন।আশা করি আপনারা আমাকে মামবাতি মার্কায় ভাট দিয়ে এই পটিয়ার খেদমত করার সুযােগ দেবেন,আমি আমার পটিয়াবাসীর জীবন মানের উন্নতি ও সার্বিক উন্নয়নে আমার জীবনকে উৎর্সগ করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় আইটি সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন,ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলা নেতা গাজ্বী মাওলানা
মনজুরুল করিম রেফায়ী, হাজি মুহাম্মদ আলী হােসাইন, পীরে তরিকত মাওলানা
ছৈয়্যেদ এয়ার মুহাম্মদ পেয়ারু মাষ্টার মুহাম্মদ আলী খাঁন, এডভোকেট মুহাম্মদ মােজাম্মেল হক, মজলিশে শুরা সদস্য মুহাম্মদ লেয়াকত
আলী, যুবনেতা হাবিবুল মুস্তাফা সিদ্দিকি, যুবনেতা মুহাম্মদ জামাল উদ্দিন, ছাত্রনেতা নুরের রহমান রনি, মুহাম্মদ নূর উদ্দিন, মুহাম্মদ সাইফুল ইসলাম,সাইফুল ইসলাম তৈয়্যব প্রমূখ।

Loading