রাজধানীর মিরপুরে দোতলা বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ , নভেম্বর ২৯, ২০২৩

রাজধানীর মিরপুরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বুধবার দুপুর আড়াইটায় মিরপুর ১ নম্বর গোল চত্ত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে একটি বিআরটিসি বাসের দ্বিতীয় তলায় ধোঁয়া দেখা যায়। দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। পরে চালক বাসটি সড়কের এক পাশে নিয়ে যায়। তখন পথচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক যুগান্তরকে জানান, মিরপুর-১ নম্বরে ফুটওভার ব্রিজের নিচে দোতলা বাসে আগুন লাগে। ২ টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসে আগুনের খবর পায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে পৌছে। গিয়ে দেখা যায় বাসের কর্মী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

এর আগে গত ২০ ডিসেম্বর মিরপুর-১০ গোলচত্বরে বিআরটিসি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশন-৬ এর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে।

Loading