সিলেট নগরীতে অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিএনপি কর্মীরা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ , নভেম্বর ২৭, ২০২৩ সিলেটে বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে একটি এম্বুলেন্সে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। রোববার (২৬ নভেম্বর) রাতে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে পুলিশ ৪ জনকে আটক করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এতথ্য নিশ্চিত করেছেন।পুলিশ সূত্র জানায়, রোববার রাত অনুমান ৯ ঘটিকার সময় সিলেট সুনামগঞ্জ সড়কের নগরীর সুবিদ বাজার এলাকায় এক ঝটিকা মশাল মিছিল নিয়ে বের হয় বিএনপি কর্মীরা। এসময় রাস্তায় চলতি অবস্থায় একটি অ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিকশা ও রিকশাসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মিছিলকারীরা। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, পথচারীরা দিগবিদিক ছুটোছুটি শুরু করেন। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অগ্নিসংযোগকারীরা পালিয়ে যায়।এদিকে অ্যাম্বুলেন্সসহ অন্যান্য গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেট কতোয়ালী থাবায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আজ সোমবার বিকেল পর্যন্ত মোট ৪জনকে আটক করেছে এসএমপি পুলিশ। আটক সকলেই বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী। বাকিদেরকেও চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ। শেয়ার সারা দেশবিষয়: