ফের গাজার শরণার্থী শিবিরে বিমান হামলা, নিহত ১৭

প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ , নভেম্বর ২১, ২০২৩

অবরুদ্ধ গাজার নুসিরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে আরও ১৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এ নিয়ে গাজায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৩শ’ ছাড়িয়েছে। যার মধ্যে সাড়ে ৫ হাজারই শিশু। ৪৫ দিনের সংঘাতে প্রাণ গেছে ৫০ জন গণমাধ্যমকর্মীরও।

সোমবার রাতভর বোমা বর্ষণ করা হয় আল-বুরেজসহ একাধিক শরণার্থী শিবির ও শহরে।

উত্তর গাজায় ইন্দোনেশিয়া হাসপাতাল এখনও ট্যাংক দিয়ে ঘিরে রেখেছে ইসরায়েলের সেনারা। হামলার জেরে হাসপাতালটির প্রায় ২শ’ গুরুতর আহত রোগীকে খান ইউনিসের নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, হাসপাতালে ব্যবহারের জন্য গাজায় প্রবেশ করতে পেরেছে ৬ ট্রাক জ্বালানি।

বন্দি মুক্তিতে হামাসের সাথে আলোচনা এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। জিম্মিদের মুক্ত করতে হামাসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারটি ইসরায়েল যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছে দাবি করে নিজেদের প্রতিবেদনে কান জানিয়েছে, ‘বল এখন হামাসের কোর্টে। হামাস যদি ইতিবাচক সাড়া দেয়, সেক্ষেত্রে সহজেই একটি সমঝোতা হতে পারে।’

অন্যদিকে, লেবানন সীমান্তেও পাল্টাপাল্টি রকেট ও ড্রোন হামলা চলাচ্ছে হিজবুল্লাহ ও ইসরায়েল।

Loading