কবি আসাদ চৌধুরী আর নেই

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ , অক্টোবর ৫, ২০২৩

বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি আসাদ চৌধুরী আর নেই। কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয় সময় বুধবার দিবাগত রাত তিনটায় টরেন্টোর আসোয়া লেকরিচ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে ফুসফুস ও হৃদরোগে ভুগছিলেন আসাদ চৌধুরী।

সম্প্রতি এনজিওগ্রাম করে তার হার্টে দুটি ব্লকও সারানো হয়। তবে শেষ পর্যন্ত আর বাঁচানো গেলো না তাকে।

১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়ায় জন্ম নেয়া এই কবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

মানবিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে তার লেখা ব্যঙ্গার্থক কবিতা ব্যাপক জনপ্রিয়। কবিতা ছাড়াও শিশুতোষ গ্রন্থ, জীবনী, ইতিহাস, অনুবাদ ও সম্পাদন রয়েছে তার।

১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক ছাড়াও অসংখ্য পুরষ্কার অর্জন করেছেন এই কবি।

Loading