পটিয়া পৌরসভায় ২০২৩-২০২৪ অর্থ বছরে ৬৪ কোটি টাকার বাজেট ঘোষনা

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ , জুলাই ৩১, ২০২৩

চট্রগ্রাম পটিয়া পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের ৬৪ কোটি ৬ লাখ ৫ হাজার ৫৩৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) বেলা ২টায় পৌরসভা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল এ বাজেট ঘোষণা করেন। এতে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ৫৬ লাখ ০৫ হাজার ৫৩৩ টাকা ও উন্নয়ন খাতে ৪৪ কোটি ৫০ লাখ।

তবে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি।
বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোহাম্মদ নেজামুল হক, প্যানেল মেয়র রূপক সেন,কামাল উদ্দিন বেলাল,কাউন্সিলর শফিউল আলম,গোফরান রানা, বুলবুল আকতার,ইয়াসমিন আক্তার,ফেরদৌস বেগম, নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান , হিসাবরক্ষণ কর্মকর্তা হারুনুর রশিদ,পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, এসএম একে জাহাঙ্গীর আমিরী, এটিএম তোহা,সেলিম চৌধুরী,বিকাশ চৌধুরী,শফিউল আজম, আবেদ আমিরী,সেলিম চৌধুর, সুজিত দত্ত, ফারুকুর রহমান বিনজু,রবিউল আলম ছোটন,গোলাম কাদের, ওবায়দুল হক পিবলু,পটিয়া স্কুলের সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ পটিয়া উপজেলার সহসভাপতি ব্যাংকার নুরুল ইসলাম,দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা তারেকুর রহমান তারেক, কচুয়াই ইউনিয়ন শাপলা কুঁড়ির আসরের নেতা অভিরুপ ভট্টাচার্য, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম।

Loading