কুবিতে রোভার স্কাউটের বার্ষিক তাবু বাস ও দীক্ষা গ্রহন কর্মসূচি

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ , জুলাই ২৮, ২০২৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউটের উদ্যোগে দুই দিন ব্যাপী বার্ষিক তাবু বাস ও দীক্ষা গ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ৭০ জন রোভারের অংশগ্রহণে এ অনুষ্ঠান শুরু হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের সম্পাদক মাইনুদ্দিন খন্দকার, নওয়াব ফরজুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ জিল্লুর রহমান, স্বাগত বক্তা হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের (গার্ল) ইউনিট লিডার ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস এবং চেয়ারম্যান হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের ইউনিট সেক্রটারি ও ইউনিট লিডার লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়া উদ্দিন।

এই ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট মাহমুদুল ইসলাম বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহন এবং বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে নিজেদের লিডারশীপ গড়ে তুলি।এরই ধারাবাহিকতায় দেশ ও আন্তর্জাতিক পর্যয়ে আমরা সেবা দিয়ে যাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমাদের রোভার বিথি হজ্জ ক্যাম্পে অংশগ্রহণ করে হাজীদের সেবা প্রদানের মাধ্যমে তার সেবার মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমি চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল রোভার নিজস্ব স্বকীয়তা বজায় রাখুক।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের এই অনুষ্ঠানে উপস্থিত পেরে আমি খুবই আনন্দিত বোধ করছি। এখানে রোভাররা কঠিন পরিশ্রম করে দীক্ষা নিচ্ছে। এটা তাদের এচিভমেন্ট। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউট ও বিএনসিসি এর কার্যক্রম খুবই প্রশংসনীয়। তারা এডমিশন টেষ্ট, জাতীয় ও অন্যান্য অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে শৃঙ্খলা সমুন্নত রাখছে। আমি আশ করি এর মাধ্যমে তোমারা তোমাদের কোয়ালিটি ডেভেলপ করবে। আজকে এই অনুষ্ঠানে যারা দীক্ষা নিবে আমি তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি।’

বার্ষিক তাবু বাস ও দীক্ষা গ্রহন অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং রোভারদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Loading