হজের মূল আনুষ্ঠানিকতা শুরু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ , জুন ২৭, ২০২৩ পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ। লাখো কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। ভোরে ফজর নামাজ শেষ করেই আরাফার ময়দানের উদ্দেশ্যে যাত্রা করেন মুসুল্লীরা। মিনা থেকে ৬ কিলোমিটার দূরে বিদায় হজের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক আরাফাত ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। সেলাইছাড়া সাদা এক কাপড়ে সূর্যাস্ত পর্যন্ত সেখানে থাকবেন। মহান আল্লাহর জিকিরে মশগুল হবেন। মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা করবেন শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ। সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে থাকার পর মুসুল্লীরা রওয়ানা হবেন মুজদালিফায়। সেখানে ফজরের নামাজ শেষে ফিরবেন মিনায় এবং শয়তানকে সাতটি পাথর মারার পর পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজ। এবার বিশ্বের প্রায় ১৬০টি দেশের ২৫ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান হজে অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ১ লাখ ২২ হাজারের বেশি। শেয়ার ইসলামী জীবন বিষয়: