রাজশাহীতে ৫৯ কেন্দ্রে নৌকা ৫৩৯৫১, হাতপাখা ৪২৩৬

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ , জুন ২১, ২০২৩

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর মোট ১৫৫টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল বেশ ভালো। ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রার্থীদের এজেন্টদের সামনে ঘোষণা শুরু করছেন প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫৯টি কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে। প্রার্থীদের এজেন্টের কাছ থেকে পাওয়া তথ্য মতে, এই ৫৯ কেন্দ্রে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান, পেয়েছেন ৫৩হাজার ৯৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুরশিদ আলম পেয়েছেন ৪ হাজার ২৩৬ ভোট।

Loading